বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের অধিবাসী ছিলেন মৃত কাশেম কবিরাজ। তিনি মৃত্যুর পূর্বে তাহার বড় ছেলেকে বলেছিলেন তাহার মৃত্যুর পর তাকে তাহার নিজস্ব জায়গায় রাস্তার পার্শ্বে কবর দিতে । কিন্তু তাহার ছেলে তা অমান্য করে তাকে অন্য কবরস্থানে কবর দেয়। তারপর থেকে প্রত্যেক রাতে ও দিনে ঐ ছেলেকে স্বপ্নে এসে বলে তাকে তাহার বলে যাওয়া জায়গায় কবর দিতে। এর পর থেকে ঐ ছেলে পাগলের মত ঘুরে বেড়ায়। অন্য আরেক দিন দেখায় যে তাকে কবর থেকে তুলে নির্দিষ্ঠ জায়গায় মাটি দিতে এবং আরো বলে তাকে তুলে যেন কাফনের বাধন না খুলে। এর পর ঐছেলে ভারেল্লার এক আলেমের সাথে এ বিষয়ে যোগাযোগ করে। তার পর ঐ আলেম সাহেব তাদেরকে উপদেশ দিল যে গ্রামের কয়েক জন গণ্যমান্য লোকজন এবং বেশ কিছু হুজুর নিয়ে ঐ লাশ খুড়ে নির্দিষ্ট স্থানে মাটি দিতে এবং কাফনের বাধন খুলে মুখ না দেখার জন্য । সে উপদেশ মতো ঐ ছেলে সবাইকে নিয়ে কবরে গিয়ে মাটি খুড়ে মৃত লাশ আট বছর পূর্বে যে ভাবে মাটি দিয়েছিল ঠিক সেভাবে আবার পেয়েছে। একটুও পচে নিএবং লাশের গায়ে একটু মাটি পর্যন্ত লাগে নি । এ দৃশ্য দেখ গ্রামের সবাই হতবিম্ভ। এ যেন আল্লাহ তাআলার এক ইশারা।
অনলাইন রিপোর্টারঃ মোঃ সেলিম রেজা , ৭নং মোকাম ইউনিয়ন পরিষদ, তথ্য ও সেবা কেন্দ্, বুড়িচং,কুমিল্লা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস