গতকাল ১৩ আগস্ট ২০১৩ তারিখ মঙ্গলবার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা গ্রামে চিহ্নিত দুই চোর মালামাল চুরি করে নিয়ে যাওয়ার পথে চোরাইকৃত মালামালসহ হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে ধোলাই দিয়ে উত্তেজিত জনতা থানা চোরদের পুলিশে সোপর্দ করে। এলাকাবাসী জানায়, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা গ্রামে প্রায়শঃ চুরি সংঘটিত হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এলাকার চিহ্নিত দুই চোর একটি রিক্সা ও ভ্যান গাড়িসহ মসজিদের দানবাক্স, মাইক মেশিন ও লাইট চুরি করে। মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেয়। তাদের কাছ থেকে চুরিকৃত মসজিদের মালামাল উদ্ধার করে এলাকাবাসী। পরে এলাকাবাসী দুই চোরকে বুড়িচং থানা পুলিশে সোপর্দ করে। আটককৃত চোরেরা হলেন, উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা গ্রামের আবুল কাশেমের ছেলে আবু তাহের (২৫) ও একই গ্রামের আইয়ুব আলীর ছেলে সবুজ (১৮)। থানা পুলিশ জানায়, এ ব্যাপারে বুড়িচং থানায় চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS